নয়া ভ্যাটনীতি বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ২৩:০৪

ঢাকাটাইমস ডেস্ক

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্যাক্সেশনাল পলিসি রিসার্চ (আইসিটিপিআর)-এর উদ্যোগে শনিবার ঢাকায় “ব্যবসা বাণিজ্য ও শিল্পে নয়া ভ্যাট আইনের প্রভাব” শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট পলিসি) ড. আবদুল মান্নান শিকদার, আইসিএবির সাবেক সভাপতি মসিহ মালেক চৌধুরী, সিইও আবদুল খালেক, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বার্জারের সাবেক অর্থ পরিচালক আবদুল খালেক বলেন, চলতি বছরের ভ্যাটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসেনটিভ প্রদান করা হয়েছে। সেটি হচ্ছে, যেসব প্রতিষ্ঠান ১৫% পর্যন্ত ভ্যাট প্রদান করবে তারা ১৫% কর রেয়াত পাবে।

মসিহ মালেক বলেন, জাতীয় অর্থনীতিতে ভ্যাটের ব্যাপক অবদান রয়েছে। বর্তমান সরকারের বিশাল বাজেট বাস্তবায়ন করতে হলে ভ্যাটনীতিকে ফলপ্রসূ করতে হবে।

কর্মশালায় শীর্ষস্থানীয় দেশীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানির পদস্থ কর্মকর্তারা যোগদান করেন।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)