প্রথমার্ধে ব্রাজিল ২, পেরু ১

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ০২:৫৪ | আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৩:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক ব্রাজিল। ১৫তম মিনিটে এভারটনের গোলে ব্রাজিল এগিয়ে যায়। তবে, ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পেরুকে সমতায় ফেরান পাওলো গুয়েরেরো। এরপর অতিরিক্ত সময়ে তথা (৪৫+৩) মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে এগিয়ে যায় ব্রাজিল।

মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। প্রথমার্ধে তারা ৬২ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে, ৩৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পেরু। ব্রাজিলের ব্যবধান আরো বাড়তে পারতো। কিন্তু ৩৬তম মিনিটে ফিরমিনোর হেডে বল গোলবারের উপর দিয়ে চলে যায়।

এবারের কোপা আমেরিকা আসরে ব্রাজিল আজ প্রথমবারের মতো গোল হজম করল। ডি-বক্সের মধ্যে ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভার হাতে বল লাগায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। অবশ্য সিলভা পড়ে যাওয়া তিনি ভারসাম্য রাখতে পারেননি। যার কারণে অনিচ্ছাকৃতভাবে হ্যান্ড বল হয়।

(ঢাকাটাইমস/৮ জুলাই/এসইউএল)