থ্রি-হুইলার চলার দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ১৮:১৩

থ্রি-হুইলার চলতে দেয়ার দাবিতে কুষ্টিয়া-ঢাকা মহসড়কের লালন শাহ সেতুর দক্ষিণ পড়ের টোল প্লাজার সামনে মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছেন ঈশ্বরদী ইপিজেড এবং রুপপুর পরমাণু প্রকল্পের কয়েক শ শ্রমিক। আজ সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ভেড়ামারার বিভিন্ন এলাকা থেকে নছিমন, করিমন যোগে কর্মস্থলে যাওয়া-আসা করেন। বিকল্প কোনো ব্যবস্থা না করে এসব যানবাহন চলাচলে বাধার সৃষ্টিসহ বিভিন্নভাবে হয়রানি করছে পুলিশ। এতে দুর্ভোগে পড়েন ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পরমাণু প্রকল্পের কয়েক হাজার কর্মচারী।

এ ঘটনায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বিকল্প যানবাহনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত থ্রি-হুইলার চলাচল করতে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

(ঢাকাটাইমস/৮জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :