‘বিএনপির সমর্থন থাকায় মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ১৮:১৮

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধির ইস্যু করে বাম দলগুলোর হরতালে বিএনপির সমর্থন থাকায় মানুষ তা প্রত্যাখ্যান করেছে। কারণ এদেশের মানুষ বিএনপির আর কোন কথা শুনতে চায় না। ফলে দেশের মানুষ হরতাল মানেনি। তাছাড়া গ্যাসের মূল্য বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হয়েছে।’

সোমবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (চৌধুরীডাঙ্গী, সাহাপুর, নিজামপুর তেঁতুল তোলা, ফতেপুর, ডুমুরিয়া)-এর নতুন ভবনের উদ্বোধন শেষে হলরুমে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। এদেশের মানুষের আওয়ামী লীগের উপর আস্থা এবং বিশ্বাস দুটোই আছে। দেশের উন্নয়ন এভাবে চলতে থাকলে ২০৩০ সালের পর আর আমাদের কোন সংস্থার কাছ থেকে ঋণ নিতে হবে না। বাংলাদেশ ঋণ দেবে।’

অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্স কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহসভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফিরোজা বেগম এবং বিরল থানার ওসি এটিএম গোলাম রসূল।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :