বাংলাদেশকে ‘বেঙ্গলিস’বলায় চটে গেলেন সরফরাজ

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ১৯:৩৯ | আপডেট: ০৮ জুলাই ২০১৯, ২০:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ নাম বিকৃতভাবে উপস্থাপনের কারণে স্বদেশের এক সাংবাদিকের ওপর চটেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। আগেই বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দেওয়া শোয়েব মালিককে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি।। এ বিষয়ে সরফরাজের কাছে এক নারী সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘ বেঙ্গলিসের বিপক্ষে  কি কারণে শোয়েব মালিককে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট?’

প্রশ্নটা শুনে পাকিস্তান অধিনায়কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘দয়া করে এ ধরনের শব্দ ব্যবহার করবেন না। এটা করলে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হবেন। আমার মনে হয় আপনার তাদেরকে বাংলাদেশ হিসেবে উল্লেখ করা উচিত। আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন।’

এরপর শোয়েব মালিকের প্রশংসা করে সরফরাজ বলেছেন, ‘শোয়েব আমাদের একজন সিনিয়র খেলোয়াড়। তিনি বিশ্বকাপে তেমন ভালো খেলতে পারেননি। তবে দেশকে তিনি অনেক দিয়েছেন। ড্রেসিং রুমে তার উপস্থিতি সব সময় আমাদের অনুপ্রাণিত করেছে।’

(ঢাকাটাইমস/৮জুলাই/এইচ)