প্রধানমন্ত্রীর দেয়া ঘর হচ্ছে সেই নরসুন্দর শেফালীর জন্য

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০১৯, ২৩:১৬

ঝালকাঠির কাঠালিয়ার একমাত্র নারী নাপিত শেফালী রানী শীলকে প্রধানমন্ত্রীর দেয়া বরাদ্দকৃত অর্থে বসতঘরের কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির এ কাজের উদ্বোধন করেন।

এ সময় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহম্মদ ফয়সাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান উপস্থিত ছিলেন।

২ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রধানমন্ত্রীর পক্ষ হতে শেফালী রানীকে চার শতাংশ জমি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করেন।

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের দোগনা বাজারে একযুগ ধরে নরসুন্দর হিসেবে চুল কেটে যাচ্ছেন শেফালী রানী। মানসিক ভারসাম্যহীন স্বামী যাদব শীল ২০১২ সালে নিরুদ্দেশ হওয়ার পর একটি খুপড়ি ঘরে চার মেয়ে ও এক ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

(ঢাকাটাইমস/৮জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :