বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজারের যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ১২:২৬ | আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১২:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড় দুয়ারা-কলঘর এলাকায় রাস্তা। ফলে মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক  যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে এসব সড়ক ব্যবহারকারীদের।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর জানিয়েছেন। তিনি জানান, বান্দরবান-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রাস্তা হতে পানি সরে গেলে বাস চলাচল স্বাভাবিক হবে।

উজানের ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে প্লাবিত এলাকাসহ আশপাশের মানুষ।

গত শনিবার সকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বান্দরবান-চট্টগ্রাম সড়কের বড়দুয়ারা এলাকাসহ বিভিন্ন স্থানে কোমর পানিতে তলিয়ে যায় বেশ কয়েকটি সড়ক। এতে সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া গত সোমবার বান্দরবান-রুমা ও থানচি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাহাড় ধসের আশঙ্কায় বান্দরবান-থানচি সড়কে যান চলাচল করতে সতর্ক থাকতে পরামর্শ দেয় যানবাহন মালিক সমিতি।

এদিকে বান্দরবানের চিম্বুক সড়কের ৯ মাইল এলাকায় পাহাড় ধসের কারণে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, পাহাড়ে ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা- উপজেলায় মাইকিং করা হয়েছে এবং খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র।

ঢাকাটাইমস/৯জুলাই/এমআর