মীর সাব্বিরের ‘বারো ভোল্টের বারেক’

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ১৩:১৫ | আপডেট: ০৯ জুলাই ২০১৯, ১৩:২০

বিনোদন প্রতিবেদক

শুক্রবার আসলেই গ্রামের সবাই সুমীদের বাড়িতে সিনেমা দেখতে ভিড় জমায়। এ নিয়ে তার খুব গর্ব। তাই টেলিভিশনটা যেন ঠিক মতো চলে সেই দায়িত্ব সুমি নিজেই নিয়েছে। তাদের ১২ ভোল্টের ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে এলাকার বারেকের দোকান থেকে সুমীই সেটা চার্জ দিয়ে আনে। নিয়মিত বারেকের দোকানে যেতে যেতে তার নজর কাড়ে সুমী। বারেক সুমির প্রেমে পড়ে যায়। এরপর ঘটতে থাকে একের পর এক ঘটনা।

কী সেসব ঘটনা, তা দেখতে হলে অপেক্ষা করতে হবে ঈদুল আযহা পর্যন্ত। কারণ এটা বাস্তবের কোনো ঘটনা নয়, ছোট পর্দার গল্প। বিদ্যুৎ রায়ের লেখা এমন গল্পে নাটক নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। নাম ‘বারো ভোল্টের বারেক’। এখানে বারেক চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। সুমী চরিত্রে দেখা যাবে ‘মাটির পিঞ্জিরা’ খ্যাত চিত্রনায়িকা শম্পা হাসনাইনকে। বিভিন্ন চরিত্রে আরও আছেন ইরা শিকদার, আবিদ রেহান ও মনির।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা মীর সাব্বির বলেন, ‘অনেকদিন পর ব্যতিক্রমী একটা গল্পে কাজ করলাম। খুব ভালো লাগছে। আমরা যারা অভিনয় করি তারা মূলত ভিন্ন স্বাদের চরিত্র খুঁজে বেড়াই। সেই দিক থেকে এই নাটকে বারেক চরিত্রটি খুবই ব্যতিক্রমী এবং অসাধারণ।’

গল্পকার কাজী সাইফ আহমেদ বলেন, ‘গতানুগতিক ঘরনার বাইরে এসে একটা ভিন্ন স্বাদের গল্পে নাটকটি নির্মাণ করেছি। যেমনটা ২৫-৩০ বছর আগে গ্রামে দেখা যেত যে, একটা এলাকায় একটা মাত্র টিভি, ব্যাটারিতে চলে। শুক্রবার এলেই এলাকার সবাই ওই বাড়িতে গিয়ে সিনেমা দেখতে ভিড় জমাতো। দর্শক নাটকটি দেখে নব্বইয়ের দশকের সময়কার সেই গ্রামীণ পরিবেশে নিজেকে আবিষ্কার করবেন। নাটকটি ঈদুল আযহায় একটি টিভি চ্যানেলে প্রচার করা হবে।’

ঢাকাটাইমস/৯ জুলাই/এএইচ