যৌতুকের জন্য পরপর বিয়ে, তৃতীয় স্ত্রীকে হত্যা

প্রকাশ | ০৯ জুলাই ২০১৯, ১৬:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আমির হোসেন। দেশের বিভিন্ন এলাকায় বিয়ে করেছেন তিনটি। প্রতিবারই বিয়ে করে কাবিননামা গোপন করে আবার বিয়ে করেছেন। বিয়ে করতেন শ্বশুড়বাড়ি থেকে যৌতুক নিতে।

১ জুলাই যৌতুক না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে নবীনগরে স্ত্রী শারমিন আক্তারকে কুপিয়ে হত্যা করেন আমির হোসেন। এই ঘটনায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই)। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পিবিআই জানায়, নিহত শারমিন আমিরের তিন নম্বর স্ত্রী ছিলেন। আগে একাধিক বিয়ে করলেও শ্বশুড়বাড়ির লোকেরা তা জানত না।

মঙ্গলবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে শারমিন হত্যার তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।

পিবিআইপ্রধান বলেন, ‘৩০ জুন আমির হোসেন তৃতীয় শারমিনের বাবার কাছে ১০ হাজার টাকা যৌতুক চান। তাকে এক হাজার টাকা দেওয়া হলে পরদিন ১ জুলাই সকালে তার শাশুড়ি ফজিলাত বেগমকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন আমির। তা না হলে মেয়েকে হত্যা করে খাটের নিচে ফেলে রাখবেন বলে জানান তিনি।’

‘শারমিনের পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন আমির স্ত্রী শারমিনকে হত্যা করেন। এসময় শাশুড়িকে ফোন করে বলেন, ‘টাকা তো দিলা না, খাটের নিচ থেকে লাশ নিয়া দাফন কইরো।’ পরে পঙ্গু হাসপাতালে গিয়ে তার লাশ নিয়ে আসেন নিহতের স্বজনরা। শারমিনের পরিবার মোহাম্মদপুরের নবীনগরে থাকত।’

বনজ কুমার মজুমদার বলেন, ‘আমির এর আগেও দুটি বিয়ে করেছিলেন। যৌতুকের জন্য বিয়ে করতেন। বিয়ে করে কাবিননামা গোপন করে আবার বিয়ে করতেন তিনি। সোমবার বিকালে চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হত্যার কথা স্বীকার করেছেন।’

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটের পাশের একটি বাসায় স্বামী আমির হোসেনের সঙ্গে ভাড়া থাকতেন শারমিন। ১ জুলাই তার মুখে স্কচটেপ লাগিয়ে, পায়ের রগ কেটে এবং শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার গোঙ্গানির শব্দে বাড়ির দারোয়ান তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আমির হোসেনকে আসামি করে ওইদিন মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন শারমিনের বাবা। পরে মামলার তদন্ত ভার পায় পিবিআই।

(ঢাকাটাইমস/০৯জুলাই/এসএস/জেবি)