সংসদীয় কমিটিতে রুমিনসহ বিএনপি-গণফোরামের পাঁচ সাংসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২৩:৪৭ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ২২:৪৭

সংসদীয় কমিটিতে স্থান পেলেন বিএনপি ও গণফোরামের পাঁচজন সংসদ সদস্য। এ জন্য পাঁচটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীর আলঅদা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।

এই সংসদে বিএনপির একমাত্র নারী সাংসদ রুমিন ফারহানাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। স্পিকারকে সভাপতি করে গঠিত এই কমিটি সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি ঠিক করে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।

উকিল আব্দুস সাত্তারকে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিরও সদস্য করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সাংসদ হারুনুর রশীদকে সংসদ কমিটির সদস্য করা হয়েছে।

এ ছাড়া গণফোরামের সাংসদ সুলতান মো. মনসুর আহমেদকে বিশেষ অধিকার কমিটি এবং মোকাব্বির খানকে লাইব্রেরি কমিটির সদস্য করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯জুলাই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :