জবির লোক প্রশাসন বিভাগের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ২৩:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে তৃতীয় ব্যাচ চ্যাম্পিয়ন এবং চতুর্থ ব্যাচ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

মঙ্গলবার বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের খেলার (ধূপখোলা) মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চার উইকেট পেয়ে সেরা খেলোয়ার নির্বাচিত হন তৃতীয় ব্যাচের খালিদ হাসান হিরণ।

এদিন ১২ ওভারে ৮৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ধীরস্থির গতিতে ব্যাট করে চাপে পড়ে যায় তৃতীয় ব্যাচ। শেষ চার ওভারে ৪২ রানের প্রয়োজন হয়। শেষ দিকে রুবেল, হাদী ও হাসিবের ঝড় ব্যাটিংয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তৃতীয় ব্যাচ। এদিকে প্রথমে ব্যাট করতে নেমে খালিদ হাসানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮৬ রান করতে সক্ষম হয় চতুর্থ ব্যাচ।

প্রসঙ্গত লোক প্রশাসন বিভাগের পাঁচটি ব্যাচ আন্তঃবিভাগ খেলায় অংশ গ্রহণ করে। গত ২৬ জুন ধূপখোলা মাঠে আন্ত:বিভাগ খেলার উদ্ভোধন করা হয়।

(ঢাকাটাইমস/০৯জুলাই/আইএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :