স্পেনের ষাঁড় উৎসব ‘সান ফার্মিন’

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৯, ২৩:৫৬
তাড়া খেয়ে একজন পানিতে লাফিয়ে পড়েছে। খ্যাপা ষাঁড়টিও ছাড়ার পাত্র নয়।

স্পেনের উত্তরাঞ্চলের শহর প্যামপ্লোনাতে প্রতি বছর ষাঁড় উৎসব হয়। ‘সান ফার্মিন’ নামে পরিচিত এ উৎসব চলে ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। ১৪০০ শতক থেকে প্রতি বছর চলে আসছে উৎসবটি। এই উৎসবের আকর্ষণ ষাড়কে পানিতে ফেলতে পারা।

২. পানিতে ঝাঁপিয়ে পড়া আরেকটি ষাঁড়কে শিং ধরে নৌকায় তোলার চেষ্টা করছে আয়োজকরা। দক্ষিণ স্পেনে ষাঁড় উৎসবের দ্বিতীয় দিন এ ধরনের খেলার রেওয়াজ রয়েছে।

ষাঁড় দৌড়ের কারণে উৎসবটি পৃথিবী বিখ্যাত। উৎসবের দিন সকালে ষাঁড় দৌড়ানোর মাধ্যমে এ উৎসব শুরু হয়। ষাঁড় ও মানুষ একসঙ্গে দৌড়াতে শুরু করে। ষাঁড় ও মানুষের দৌড়ানোর পরে পানিতে পাকড়াও করার উৎসব অনুষ্ঠিত হয়।

৩. একটি ষাঁড় নিজে নিজে পানি থেকে ওঠার চেষ্টা করছে

অনেকে এ খেলাকে ষাঁড়ের সঙ্গে মানুষের দক্ষতার শিল্প হিসেবে বিবেচনা করে। আবার অনেকে ষাঁড়কে কষ্ট দেয়ায় নিষ্ঠুর ও মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করে একে। এ উৎসব বন্ধের জন্য বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপের জন্য কিছু সংগঠন দাবি করছে।

৪. ঐতিহ্য বনাম সীমাবদ্ধতা

ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় সংরক্ষণ নীতিমালার আওতায় এ ঐতিহ্য টিকিয়ে রাখার চেষ্টা করছে। তারা এ উৎসবের বিরুদ্ধে যেকোনো নিষেধাজ্ঞা আরোপের বিরোধী।

(ঢাকাটাইমস/৯জুলাই/আরআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :