না ফেরার দেশে সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ০৮:৫১

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসেস (রক্তের ক্যানসার) -এ আক্রান্ত ছিলেন।

গুরুতর অসুস্থ হলে গত সোমবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।

বুধবার সকাল আটটায় শান্তিনগরের কুলসুম টাওয়ারের বাসায় লাশ নেওয়া হবে। এরপর জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর।

মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন। এছাড়া সাংস্কৃতিক পরিমন্ডলেও যুক্ত ছিলেন তিনি। নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়কের পাশাপাশি আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

ঢাকাটাইমস/১০জুলাই/এমআর

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা