এমপি রুশেমা ইমাম আর নেই

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ০৯:৪২ | আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৯:৪৭

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রুশেমা ইমাম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন।

মৃত্যুকালে তিনি এক ছেলে সাইফুল আহাদ ওরফে সেলিম ও মেয়ে উর্মি ইমামসহ নিকটজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের এমপি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমামকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিলো হাসি।

তখন ও কোথায় মরহুমার জানাজা হবে সেই সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ওই বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকায় মারা যান তিনি।

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর