হানি সিংয়ের বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ১০:৫৮

আবারও বিতর্কের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক ও র‌্যাপার হানি সিং। নারীদের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পাঞ্জাবের নারী কমিশন। তাদের অভিযোগ, হানি সিং তার ‘মাখনা’ গানটিতে নারীদের সম্পর্কে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন।

এই অভিযোগে ‘লুঙ্গি ড্যান্স’ খ্যাত এ শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব, পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেলকে আইনি চিঠি পাঠিয়েছেন নারী কমিশনের চেয়ারপারসন মনীষা গুলাটি। চিঠি পাঠানো হয়েছে হানি সিংকেও।

নারী কমিশনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মোহালি পুলিশ হানি সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আগামী ১২ জুলাইয়ের মধ্যে পুলিশকে এই মামলার ওপর একটি রিপোর্ট জমা দেয়ার আবেদন জানিয়েছে নারী কমিশন।

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে হানি সিংয়ের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ উঠেছিল। ওই বছর তার গাওয়া ‘ম্যায় হু বলতকারি’ গানটির জন্য তাকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল।

ঢাকাটাইমস/১০ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :