ভূত হয়ে আসছেন রিয়াজ

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১০ জুলাই ২০১৯, ১২:১৬ | প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ১১:৫৪

ঈদুল আযহায় ভূত হয়ে ছোট পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। নাটকের নাম ‘সন্ধ্যা নামার পরে’। সাত পর্বের এ ধারাবাহিকটির গল্প লিখেছেন তারিক মুহম্মদ। পরিচালনাও করবেন তিনি। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে শুটিং।

এই নাটকে মোট চারটি চরিত্রে অভিনয় করবেন রিয়াজ। কিছু অংশে তিনি হাজির হবেন গ্রামের সাদাসিধে যুবকের ভূমিকায়। অন্য তিনটি চরিত্রে তাকে দেখা যাবে ভূতের বেশে। ভূতগুলোর নামও বাহারি। গেছো ভূত, মামদো ভূত ও পাইন্যা ভূত। দীর্ঘ কেরিয়ারে এই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘নাটকের গল্পটি অসাধারন। যে নাটকের কাজে নিজেকে ভেঙে নতুন রূপে তুলে ধরা যায়, সেসব নাটকে কাজের জন্য মুখিয়ে থাকি। গল্প চরিত্র সবমিলিয়ে এ নাটকটির কাজ নিয়ে আমি বেশ আশাবাদী। নাটকটি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে মনে করি।’

‘সন্ধ্যার নামার পরে’ নাটকটি ঈদ আয়োজনে নাগরিক টেলিভিশনে প্রচার করা হবে বলে জানান এটির রচয়িতা ও নির্মাতা তারিক মুহাম্মদ। ভূত রিয়াজকে পর্দায় দেখতে সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে নায়কের ভক্তদের।

ঢাকাটাইমস/১০ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :