ঘরে ঢুকে মা-ছেলেসহ চারজনকে হত্যা

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ১২:৫৭ | আপডেট: ১০ জুলাই ২০১৯, ১৪:৩৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ঘরে ঢুকে নারী ও শিশুসহ দুই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে মা-ছেলেও আছেন। পরে ঘাতকও জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামে পুকুরিয়াপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। তারা হলেন রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), তার ছেলে আবু হানিফ (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামে স্ত্রী নাজমা আক্তার (৩৬) এবং তার মা মাজেদা বেগম (৫৫)।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার জানান, রাধানগর গ্রামের মোখলেছুর রহমান একে একে তিন নারী ও এক শিশুকে কুপিয়ে হত্যা করেন। সে পেশায় রিকশাচালক।

স্থানীয়রা জানান, মোখলেছুর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ‘মোখলেছুর রহমানকে নিয়ে স্থানীয়রা ভিন্ন ভিন্ন মন্তব্য করছেন। আমরা ঘটনাস্থলে আছি। মোখলেছুর রহমান কেন বা কি কারণে এই হত্যাকাণ্ড করেছে সেটা বের করার চেষ্টা করছি।’

ঢাকাটাইমস/১০জুলাই/প্রতিনিধি/এমআর