গোপালগঞ্জে চিকিৎসকের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ১৫:০১

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা তাদের শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন।

বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। পরে তারা শহরের বঙ্গবন্ধু সড়কের পৌর পার্কের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন ও ধর্মঘট পালন করেন।

এসময় তারা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তপন কুমার মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

স্মারকলিপিতে সব ইন্টার্ন চিকিৎসকের পক্ষে ডা. সুদ্বীপ দাস পলাশ ও শিক্ষার্থীদের পক্ষে কানিজ ফারজানা স্বাক্ষর করেন।

গোপালগঞ্জে মরিয়ম সুলতানা মুন্নী নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নার্সের ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে গত রবিবার ডাক্তার ও নার্সের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরই প্রতিবাদে এই কর্মসূচী পালন করে তারা।

বিগত ২০ মে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশন করার আগে নার্স গ্যাসের ইনজেকশনের পরিবর্তে ভুল করে অতিরিক্ত মাত্রায় অজ্ঞান হবার ইনজেকশন পুশ করেন। আর এই ভুল চিকিৎসায় অজ্ঞান হয়ে পড়েন ওই ছাত্রী। সেই থেকে মুন্নী অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :