পাবনায় দণ্ডপ্রাপ্ত যুবদল নেতাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার ঈশ্বরদীতে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের বাড়িতে দেখা করতে যাওয়ার পথে যুবদল নেতাদের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ঈশ্বরদী থানার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় যুবলীগের একটি অংশ এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি যুবদল নেতাদের।

যুবদল নেতাদের অভিযোগ, বুধবার বিএনপির কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে গুলি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের বাড়িতে আসছেন-এ কারণে পাবনা জেলা যুবদলের নেতারা দুটি মাইক্রোবাসে ঈশ্বরদীতে যাচ্ছিলেন। নেতাদের বহনকারী মাইক্রোবাসটি ঈশ^রদী থানা অতিক্রম করার স্থানীয় যুবলীগের ১৫-২০ জন যুবক মাইক্রোবাসটি থামিয়ে ভাঙচুর ও যুবদল নেতাদের মারধর করে পালিয়ে যায়।

এ ঘটনায় তিন নেতা আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে দাবি যুবদল নেতাদের।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)