প্রয়াত সাংসদ রুশেমার বক্তব্য সংগ্রহের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সদ্য প্রয়াত সংসদ সদস্য রুশেমা বেগম বাজেট আলোচনা যে বক্তব্য দিয়েছিলেন তা সংগ্রহ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিভ্রান্তি দূর হবে এবং এটা বেইমান-মুনাফেকদের জন্য একটি উচিত শিক্ষা হয়ে থাকবে।

বুধবার সংসদে সরকারি দলের সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার বিষয়ে রুশেমা বেগম বাজেট বক্তৃতায় যে ঐতিহাসিক সত্য তুলে ধরেছিলেন, তা নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে বিভ্রন্তি দূর হবে।

শেখ হাসিনা বলেন, রুশেমা বেগম তার বক্তৃতায় যে শুধু ইতিহাসের সত্য ঘটনা তুলে ধরেছেন, তাই নয়। যেহেতু তিনি একজন শিক্ষিকা ছিলেন, সেহেতু শিক্ষার বিষয়েও তিনি অনেক পরামর্শ দিয়ে গেছেন। মেয়েদেরকে কীভাবে আরও শিক্ষিত করে স্বাবলম্বী করা যায়, এজন্য উনার অনেক পরামর্শ ছিল। তার বাজেট বক্তব্য বেইমান মুনাফেকদের জন্য একটি উচিত শিক্ষা হয়েছে। এই বক্তব্যটাও আমাদের জন্য একটি প্রেরণা, তার বক্তব্যটা সংগ্রহ করে পড়লে-বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণার ইতিহাস এবং সেই সাথে নারী জাগরণ, নারী শিক্ষার উপর অনেক তথ্য জানা ও শিখা যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, রুশেমা বেগম একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন। মানুষের কল্যাণে তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

শেখ হাসিনা বলেন, ‘একটা সময় মেয়েদের শিক্ষা-দীক্ষা গ্রহণ কঠিন বিষয় ছিল, বৈরি পরিবেশে তিনি শিক্ষা লাভ করে ফরিদপুরে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার কাজ করেছেন।’

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দেয়ার পর সংসার, সন্তান ও অগণিত নেতাকর্মীদের দেখাশোনার পাশাপাশি ছয় দফার পক্ষে আন্তরিকতার সাথে কাজ করেছেন।’

৭৫-এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যা ও পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নির্যাতন অত্যাচার সহ্য করেও ইমাম উদ্দিন আহমেদ ও রুশেমা বেগম দলের জন্য কাজ করে গেছেন। নিজেদের ভোগ বিলাসের জন্য তারা কখনো চিন্তা করেননি। মূলত রুশেমা বেগমই সংসার চালাতেন, আর ইমাম উদ্দিন সাহেব যা উপার্জন করতেন, তা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতেন।

শোক প্রস্তাবের ওপর আরও আলোচনায় অংশ নেন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা বেগম রওশন এরশাদ, সরকারি দলের সদস্য মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শাজাহান খান ও বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)