কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত

প্রকাশ | ১০ জুলাই ২০১৯, ২২:৫৫

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘জব ফেয়ার-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ‘জব ফেয়ার-২০১৯’ উদ্বোধন করেন।

এ মেলায় প্রাণ, ওয়ালটন, বেঙ্গল গ্রুপ, অগম্যাডিক্স, ইওন গ্রুপ, বিওয়াইএলসি, জাগো জবসসহ দেশ-বিদেশের ১৫টির অধিক কোম্পানি অংশগ্রহণ করেন।

আগ্রহী চাকরির প্রার্থীরা যোগ্যতারভিত্তিতে নিজেদের পছন্দের কোম্পানিসমূহে সিভি জমা দিয়েছেন এবং নির্বাচিত সিভিসমূহের মধ্যে তাৎক্ষণিক ভাইবার মাধ্যমে চাকরি প্রদান করা হয়। এছাড়াও যারা এসকল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের পরবর্তীতে চাকরি প্রদান করা হবে।

এ দিন সকালে বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে রেজিস্ট্রেশন ফি ছাড়া অভিজ্ঞ প্রফেশনালসদের অংশগ্রহণে চাকরি প্রার্থী ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্যারিয়ার, জব মার্কেট সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ/অনার্স/মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করেছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)