সর্ব রোগ ভাল হওয়া টিউবওয়েলটি অপসারিত

ঝিনাইদহ প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০১৯, ২৩:০৩

টিউবওয়েলের পানি পান করলে ক্যান্সার, প্যারালাইজড, বোবা, অন্ধ ও ল্যাংড়াসহ সর্ব রোগ ভাল হচ্ছে এমন গুজব ছড়িয়ে ১০-১২ দিন ধরে হাজার হাজার মানুষ জড়ো করে প্রতারণার শিকার হচ্ছিল। অবশেষে সেই টিউবওয়েলটি জেলা প্রশাসকের নির্দেশে খুলে ফেলা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে হাটগোপালপুর পুলিশ ফাড়ির এসআই দেলোয়ার হোসেন টিউবওয়েলটি খুলে নিয়ে যান। এ সময় মধুহাটী ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ জুয়েল উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, গত কয়েকদিন ধরে কলের পানিতে সর্ব রোগ ভাল হচ্ছে এমন গুজব ছড়িয়ে মানুষ জড়ো করা হচ্ছিল। খবরটি পত্রিকা ও ফেসবুকে ভাইরাল হলে জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাটি সরেজমিন তদন্ত করি। পানি নিতে আসা ব্যক্তিদের বক্তব্য শুনে জানতে পারি কারো অসুখ ভাল হয়নি। যারা আসছেন তারা সবাই নতুন। প্রথম দিন পানি নিয়ে দ্বিতীয় দিন আর কেউ আসেনি। বিষয়টি গুজব বলে মনে হয়েছে। ফলে প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক টিউবওয়েলটি অপসারণ করার নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর (বাজার-গোপালপুর) গ্রামের পূর্বপাড়া মাঠের মধ্যে সদ্য বসানো একটি টিউবওয়েলের পানি পান করলে বা ওই পানি নিজের শরীরে লাগিয়ে নিলে সব ধরনের রোগ ভালো হয়ে যাচ্ছে এমন প্রচারে প্রতিদিন হাজার হাজার মানুষ পানি পান করতে আসছিল। তবে সেখানে পুরুষের পরিবর্তে দূর দূরান্ত থেকে হাজারো নারীর আগমন ঘটে। কেউ বলেননি রোগ ভাল হচ্ছে। সবাই বলছে শুনেছেন ভালো হচ্ছে তাই এসেছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :