ভূমিধস: সড়ক যোগাযোগ বন্ধ শিলিগুড়ি-দার্জিলিংয়ে

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ০৯:৫৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিংয়ে লাগাতার ভারী বৃষ্টিতে ধস নামায় বন্ধ রয়েছে শিলিগুড়ি সিকিম ও শিলিগুড়ি ডুয়ার্স সড়ক যোগাযোগ। সেবক কালী বাড়ি ও সেবক ব্রিজের কাছে ধস। কালিঝরার কাছে দুই জায়গাতেও ধস নেমেছে।

রংটং ও কার্শিয়ঙের মাঝে টয়ট্রেনের লাইনেও একাধিক অংশে ধস নেমেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে টয়ট্রেন পরিষেবা। লাগাতার বৃষ্টিতে ৫৫ নং জাতীয় সড়কে ধস নেমে ব্যাহত হয় যান চলাচল।

সেখানকার বহু পর্যটক এই কারণে বিপদে পড়েছেন। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। দ্রুত যোগাযোগ চালু করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা টাইমস/১১জুলাই/একে