বিএনপির ‘হিম্মত’ দেখতে চান কাদের

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ১৫:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বারবার আন্দোলনের হুমকি দেওয়া বিএনপির এই ক্ষমতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতা বলেছেন, তিনি বিএনপির ‘হিম্মত’ দেখতে চান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের হুমকির বিষয়ে প্রশ্ন ছিল তার কাছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা নিয়ে বন্দী হওয়ার পর থেকেই এমন হুমকি এসেছে বিএনপির পক্ষ থেকে। কিন্তু বিএনপি কার্যত মাঠে কিছুই করতে পারেনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির যদি এতই সাহস আর সক্ষমতা থাকে তাহলে খালেদা জিয়ার জন্য আন্দোলন করেন না কেন? তারা শুধু মুখে আন্দোলনের হাঁকডাক দেয়। বাস্তবে কোন আন্দোলন আজ পর্যন্ত তারা করতে পারেনি। আমরা দেখি না, তাদের কতোটা হিম্মত আছে, সক্ষমতা আছে জেল থেকে খালেদা জিয়াকে আন্দোলন করে বের করুক।’

‘খালেদা জিয়ার জামিনের ব্যাপার বরাবরই আদালতের বিষয়।তাকে আওয়ামী লীগ জেলে বন্দি করেনি। ...এটা আইনগত ব্যাপার, আইনি লড়াই করে আপনারা তাকে বের করে আনতে পারেন।’

‘সরকার এখানে তাকে মুক্তি দিতে পারে না। কারণ, বিচারবিভাগ স্বাধীন। স্বাধীন বিচার ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ সরকার করে না, আজ পর্যন্ত করেনি। আমি আবারও বলতে চাই এখানে আওয়ামী লীগ-বিএনপির দ্বন্দ্বের কোন বিষয় নেই।’

দেশের কোথাও গণতন্ত্র নেই- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যেরও প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতা। বলেন, ‘দেশে  গণতন্ত্রের কোনো সংকট নেই। গণতন্ত্রের যদি সংকট থাকে সেটা আছে বিএনপিতে। নিজে নির্বাচিত হয়ে সংসদে যোগ দেন না। আবার ওই আসে দলের আর একজনকে মনোনয়ন দেন এবং সে নির্বাচিত হন। এই যে স্ববিরোধিতা, এটা কি কোনো গণতন্ত্র?’

‘মির্জা ফখরুল সাহেব কোন কৌশলের কারণে নির্বাচনে জিতেও সংসদে যোগ দিলেন না, অথচ সেই আসনে উপনির্বাচন করলেন? এ কোন নীতি এ কোন আদর্শ, এ কোন গণতন্ত্র এ প্রশ্নের জবাব দেশবাসী জানতে চায়।’

ঢাকাটাইমস/১১জুলাই/টিএ/ডব্লিউবি