বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৯:১৩

‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি সংস্থা ‘সূর্যের হাসি নেটওয়ার্কের’ উদ্যোগে ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সৈয়দ রাসেল রেজা।

আরো বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, সাংবাদিক কোরবান আলী, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শক স্বপ্না মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন বিশ্বাস। অনুষ্ঠান শেষে কয়েকটি ক্যাটাগরিতে এ বছরের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :