ঝালকাঠির ভাসমান পেয়ারাহাটে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৯:১৯

ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট দেখে মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারাহাট পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত আল রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে নৌ-ভ্রমণও করেন। পরে তিনি পেয়ারার ডিঙিতে চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সাথে মিশে যান এবং তাদের সাথে কথা বলেন।

বলেন, ‘এমন সুন্দর একটি জায়গায় আসতে পেরে অনেক ভাল লাগছে। এটি একটি মনোরম পরিবেশ।’

ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের সাথেও কথা বলেন। এসময় তিনি উচ্ছ্বসিতভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রশংসাও করেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে পরে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওনা হন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :