দশ মাস পর মুক্তি পেলেন বিএনপির সোহেল

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ২০:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

গ্রেপ্তারের দশ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে সোহেলের মুক্তির বিষয় ঢাকাটাইমসকে নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, প্রায় ১০ মাস তিনি কারাগারে ছিলেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে হাবিব-উন-নবী খান সোহেলকে পুলিশ গ্রেপ্তার করে।

শায়রুল কবির জানান, বিএনপির এই নেতার নামে কয়েক শ মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল।

(ঢাকাটাইমস/১১জুলাই/বিইউ/ইএস)