ছাত্রীদের যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসাশিক্ষক বরখাস্ত

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ২১:২৮

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দরে ছাত্রীদের যৌন নিপীড়ন ও অসদাচরণের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল কাদের সরকারকে বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার দারুল ফালাহ আলিম মাদ্রাসা ও বিএম কলেজে।

এর আগে, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গত ৮ জুলাই চিরিরবন্দর বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিতব্য উপজেলা নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় লিখিতভাবে প্রতিবেদন দাখিল করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক।

ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের সরকার দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে বিভিন্ন শ্রেণির ছাত্রীদের যৌন নিপীড়ন ও নানারকম অসদাচরণ করে আসছেন। কয়েকজন ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ গত ২ মে ওই শিক্ষককে শোকজ করে।

মাদ্রাসার অধ্যক্ষ ইউসুফ আলী জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে। এমন জঘন্যতম ঘটনায় কোনভাবেই ছাড় দেয়ার সুযোগ নেই। শিক্ষার্থীরা সন্তানের মতো। তাদের সামগ্রিক নিরাপত্তায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া শিক্ষক আব্দুল কাদের এ বিষয়ে ২ মে করা শোকজের সন্তোষজনক জবাব না পাওয়ায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

এ অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)