ক্যাম্প থেকে অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ২২:০৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

রোহিঙ্গা শিবির ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিজিবির তৎপরতায় টেকনাফে অস্ত্রসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন- হ্নীলা নয়াপাড়া ২৬ নাম্বার রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের ৫ নং বাসার সোলতান রহমান, একই শিবিরের ৮২৪ নং বাসার আয়াস ও  ২ নং বাসার নুর কামাল। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘গত বুধবার রাতে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে একটি সংঘবদ্ধ ডাকাতদল আগ্নেয়াস্ত্রসহ ডাকাতি করার গোপন সংবাদে নয়াপাড়া বিশেষ ক্যাম্পের একটি বিশেষ টহলদল সেখানে গেলে ওই ব্লকের রাস্তায় অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)