সবচেয়ে বেশি বাংলাদেশি আটক ভারতের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ২২:২২
ফাইল ছবি

বিদেশি কারাগারে আটক বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ভারতের কারাগারে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ভারতের কারাগারে মোট ২ হাজার ৪৯ জন বাংলাদেশি আটক আছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

মোমেন জানান, বিশ্বের ৪৪টি দেশের বিভিন্ন জেলে বা ডিটেনশন সেন্টারে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশি আটক রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আটক ভারতে। দেশটিতে আটক আছেন ২ হাজার ৪৯ জন। এর মধ্যে ২ হাজার ৩১ জন কলকাতায়, বাকি ১৮ জন আগরতলায়।

অন্যান্য দেশের মধ্যে আবুধাবিতে ১ হাজার ১৫৬ জন, বাহরাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, সৌদি আরবে ৭৬৮ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন, তুরস্কে ৩২৭ জন আটক আছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, লিবিয়া ও ভানুয়াতু থেকে আটকে পড়া অনেক বাংলাদেশি দূতাবাসের প্রচেষ্টায় দেশে ফিরে এসেছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও অনেকে ফিরে আসার প্রক্রিয়ায় রয়েছেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এনআই/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :