স্কুলছাত্র শুভ হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ১১:০১ | আপডেট: ১২ জুলাই ২০১৯, ১১:০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
নিহত স্কুলছাত্র শুভ আহমেদ

গাজীপুরের টঙ্গীতে নবম শ্রেণির ছাত্র শুভ আহমেদকে হত্যার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে কিছুই জানাননি তিনি। দুপুরে উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সালাউদ্দিন বলেন, `সোমবার বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারাল সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গত রবিবার রাত নয়টার দিকে শুভ তার বাবার কাছ থেকে টাকা নিয়ে চুল কাটার কথা বলে বাইরে যায়। রাত গভীর হতে থাকলেও আর বাড়ি ফেরেনি। রাত দুটার দিকে থানা থেকে ফোন করে তার মাকে শুভর মৃত্যুর খবর দেওয়া হয়। শুভর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত এবং মাথায় ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন ছিল।

ঢাকাটাইমস/১২জুলাই/এসএস/এমআর