দারোয়ানকে কুপিয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ১২:০৫

রাজশাহীতে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে ব্যাংকের দারোয়ান আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে ব্যাংকটির রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় এ ঘটনা ঘটে। আহত দারোয়ানের নাম মো. লিটন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের তালা ভেঙে ফেলে। এ সময় তারা নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা পালিয়ে যায়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, দুর্বৃত্তরা পালিয়ে গেলে আহত লিটন ব্যাংকের ব্যবস্থাপককে ফোন দেন। পরে ব্যবস্থাপক পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষী লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ব্যাংকে ডাকাতির জন্যই দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছিল। তারা ভল্ট ভাঙার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পরে তারা পালিয়ে যায়। এ নিয়ে থানায় মামলা হবে। ডাকাতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১২জুলাই/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :