বাড়ছে পানি, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ১৪:১৬

টানা বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দ্রুতগতিতে পানি বাড়তে থাকায় আশঙ্কা দেখা দিয়েছে বন্যার। পানি ঢুকে প্লাবিত হচ্ছে জেলার অনেক নিম্নাঞ্চল।

গত চব্বিশ ঘণ্টায় ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৪৩ ও ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ ও ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বর্ষণ ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী চরের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে বীজতলা, ভুট্রা ও সবজির ক্ষেত তলিয়ে গেছে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদ-নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। তিস্তার ভাঙনে থেতরাই, বিদ্যানন্দ, ধরলার ভাঙনে কালুয়ারচর, ধনিরাম, ভোগডাঙা একং ব্রহ্মপুত্রের ভাঙনে হাতিয়া, জোড়গাছসহ কয়েকটি এলাকায় শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। এর ফলে এসব এলাকায় মানুষকে শঙ্কা নিয়ে দিন কাটাতে হচ্ছে।

ঢাকাটাইমস/১২জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :