ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৯:২০ | প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ১৯:১৮
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ছাগল বাঁচাতে ট্রেনে কাটা পড়ে মনোয়ারা বেগম নামে এক নারী মারা গেছেন। শুক্রবার রুহিয়া রেলস্টেশনের উত্তরে মিশন গেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার ১নং রুহিয়া ইউপির ঘনিমহেশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় হতে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ঠাকুরগাঁও অভিমুখে যাওয়ার সময় রুহিয়া স্টেশনের উত্তরে পৌঁছলে রেললাইনের উপর ঘাস খাওয়ারত ছাগলটি বাঁচাতে যান। কিন্তু ছাগলের মালিক মনোয়ারা এগিয়ে যাওয়ার আগেই ট্রেনের ধাক্কায় ছাগলটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় মনোয়ারা বেগম ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রুহিয়া রেল স্টেশনের মাস্টার শহিদুর ইসলাম বলেন, ‘ট্রেনের ধাক্কায় আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে শুনেছি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :