সৈয়দপুরে ১০০ শয্যার ডায়াবেটিক হাসপাতালের ভিত্তি স্থাপন

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ২০:০৯

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন সুলতান নগরে ১০০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার তিন বার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন সম্ভব। মানুষের কল্যাণের জন্য প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার নয়, শেখ হাসিনার সরকার আজীবন দরকার।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, পদ্মা সেতুর প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নালআবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল  মোমিন, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার প্রমুখ।

ঢাকাটাইমস/১২জুলাই/ইএস