বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ২০:২৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। তার নাম কাজল হোসেন (১২)।

শুক্রবার উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রৌসন আলী বেপারী বাড়ির সামনের এ দুর্ঘটনা ঘটে।

কাজল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তিন মাস আগে রায়পুর পল্লীবিদ্যুৎ এই এলাকায় নতুন সংযোগের কাজ করে লাইন দিয়েছে। শুক্রবার সকালে তার ছিঁড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় কোনো ঝড়-বৃষ্টি ছিল না।

এলাকাবাসী রাখালিয়া অভিযোগ কেন্দ্রে অভিযোগ করেও কোনো লোক না আসায় রায়পুর পল্লীবিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। তাতেও বিলম্ব ঘটে। এরই মাঝে সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যুতের ওই ছেঁড়া তারে জড়িয়ে প্রতিবন্ধী কাজলের মৃত্যু হয়।
এই মৃত্যুর জন্য নিহতের স্বজনরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাকে দায়ী করেছেন।

চরমোহনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সফিক পাঠান বলেন, রায়পুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্যে অবহেলার কারণেই তারে জড়িয়ে কাজল মারা যায়।

এ ব্যাপারে রায়পুর পল্লীবিদ্যুৎ সমিতির (ডিজিএম) শেখ মোনোয়ার মোর্শেদ বলেন, সকালে প্রচুর বাতাসের কারণে সড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা তারটি ছিঁড়ে যায়। ওই তারে জড়িয়ে এক শিশু মারা গেছে বলে শুনেছি। তবে ছেঁড়া তারের বিষয় কেউ কোন অভিযোগ করেনি। তাই কর্তব্যে অবহেলার অভিযোগটিও সঠিক নয়।

ঢাকাটাইমস/১২জুলাই/ইএস