নোয়াখালীতে ঝর্ণাধারা চৌধুরীর স্মরণসভায় মুক্তিযুদ্ধমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ২০:৩৯

আজীবন গান্ধীব্রতে নিবেদিত সমাজসেবক ‘একুশে পদক’ ও ভারতের ‘পদ্যশ্রী’সহ অনেক পদক ও পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত গান্ধী আশ্রম ট্রাস্টের সচিক শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরীর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের গান্ধী মেমোরিয়াল হাইস্কুল মাঠে এ স্মরণ সভা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায়ের সভাপতিত্বে ও গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহানব কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক ড. মুনতাসির মামুন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, অর্থনীতিবিদ ও অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, উন্নয়ন গবেষক আবদুল আউয়াল, ড. খন্দকার সাখাওয়াত আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম খায়রুল আনম সেলিম, মানসুরুল হক খসরু প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ জুন সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরী পরলোক গমন করেন।

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :