বঙ্গোপসাগর থেকে ৩৮ যাত্রীসহ ট্রলার উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৯, ২১:৫৫
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমাটিন ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারে পর্যটকসহ ৩৮ জন যাত্রী রয়েছেন। এ ট্রলারটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় সেন্টমাটিন কোস্টগার্ড উদ্ধার করে নিয়ে আসে।

কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশন কমান্ডার লে. সোহেল রানা বলেন, ‘দুপুর ১টার দিকে টেকনাফ থেকে সেন্টমাটিন ফেরার সময় পযটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেষা নাইক্ষংদ্বীপ এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ভাসমান অবস্থায় মিয়ানমার দিকে ভেসে চলে যাচ্ছে। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে তাদের উদ্ধার করে বিকালে দ্বীপে নিয়ে আসে। তারা সবাই সুস্থ রয়েছেন এবং পর্যটকরা যাতে আতঙ্কিত না হয়, সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রবিউল হাসান বলেন, ‘সাগরে পর্যটকসহ বিকল ট্রলারটি উদ্ধার করে দ্বীপে নিয়ে আনা হয়েছে। এতে কোন ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে। ট্রলারে আট পর্যটকসহ ৩৮ জন যাত্রী ছিল।’

(ঢাকাটাইমস/১২জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :