বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবাষির্কী

ঢাকায় ৯৯ হাজার চারা রোপণ করবে আ.লীগ

প্রকাশ | ১২ জুলাই ২০১৯, ২৩:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ রাজধানী ঢা্কায় ৯৯ হাজার গাছের চারা রোপণ করবে বলে জানিয়েছেন দলটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

আজ শুক্রবার রাজধানীর রমনা কালীমন্দির প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও বিতরণের সময় এ কথা বলেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে কমপক্ষে তিনটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় ৯৯ হাজার গাছের চারা রোপণ করব। সেই সঙ্গে সারা দেশে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানে পাঁচ থেকে ১০ লাখ চারা রোপণ করব বন ও পরিবেশ উপকমিটির মাধ্যমে।’

দেশের সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, পরিবেশ সচেতন মানুষকে সঙ্গে নিয়ে তারা বাংলাদেশকে সবুজ সোনার বাংলায় পরিণত করার  অভিযান চালিয়ে যাবেন বলে জানান দেলোয়ার হোসেন। বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা- এই দুটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা। দেশের মানুষের সুস্বাস্থ্য, দুষণমুক্ত পরিবেশ, দূষণমুক্ত ঢাকা, দূষণমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করে যাচ্ছি আমরা।’

(ঢাকাটাইমস/১২জুলাই/মোআ)