বাস বন্ধে অচল মেহেরপুর

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ১৩:২৬

বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুরে তৃতীয় দিনের মতো আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া, মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কের কোনো রুটে বাস ছেড়ে যায়নি। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে গত ১১ জুুলাই থেকে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ আছে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, বর্তমান নিয়মে শ্রমিকদের একটি গাড়ি মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দিনে দুইবার যাতায়াতসহ একটানা ৩৬ দিন চালাতে হয়। ৩৬ দিন চালানোর পর ৪৬ দিন বসে থাকে ওই বাস। ফলে ৪৬ দিন গাড়ি বসে থাকায় ওই সময় কোনো কাজ থাকেনা শ্রমিকদের। বাস (হল্টে) বসে থাকায় কোনো কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। তাই মেহেরপুর-কুষ্টিয়া সড়কে একদিনে দু’বার বাস চলাচলের পরিবর্তে একবার চালানো হলে অপর একবার ৪৬ দিন বসে থাকাকালীন বাস চালানোর সুযোগ দিলে কম সময় শ্রমিকদের বসে থাকতে হবে। ফলে তাদের দুর্ভোগ কমবে বলে দাবি শ্রমিক নেতার।

এদিকে গতকাল বিকালে সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল বলেন, শ্রমিকদের কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবেনা। তারপরও তারা মালিকদের সাথে বসে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি শ্রমিকদের লিখিতভাবে দিতে হবে। তারপর বাস চলাচল শুরু হবে।

ঢাকাটাইমস/১৩জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :