কারও উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হবেন না

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ২০:৫৬ | আপডেট: ১৩ জুলাই ২০১৯, ২১:০৪

কাজী মুস্তাফিজ

কেউ একটা তথ্য কোন উদ্দেশ্যে নিয়ে শেয়ার করে, সেটা সে নিজেই ভালো জানে। আমাদের এ ক্ষেত্রে সচেতন হতে হবে। আমাদের অসচেতনতার কারণে যেনো গুজব না ছড়ায় সেটা দেখতে হবে।

আমরা যখন অন্যের পোস্ট শেয়ার করব, সেটা শতভাগ নিশ্চিত হয়ে শেয়ার করা উচিত। মনে রাখতে হবে, আপনার দ্বারা কেউ যেন কোনো ভুল তথ্য না পায়।

কারও উদ্দেশ্য যাই হোক, আমরা শেয়ার না করলে তা ভাইরাল হবে না। তাই কোন কিছু না জেনে অন্যের পোস্ট শেয়ার করা উচিত নয়। আর গুজব যারা ছড়ায় তাদের শাস্তির আওতায় আনতে হবে।

সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাইবার অপরাধ সচেতনতা ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে কর্মশালার আয়োজন করছি। এ কর্মশালায় ইন্টারনেটে গুজব ছড়ানো প্রতিরোধ, প্রযুক্তি ব্যবহারে সচেতনতা তৈরি, আচরণগত পরিবর্তন ও অনলাইনে নিরাপদ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

যত বেশি জনগনকে সচেতন করা যাবে তত বেশি গুজবকে মোকাবেলা করা যাবে।

লেখক: সভাপতি, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস (সিসিএ) ফাউন্ডেশন