ইবি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদে অসঙ্গতি, তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০১৯, ২১:৪৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপ-হিসাব পরিচালক মাহবুব হোসেনের মুক্তিযোদ্ধার সনদে অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শনিবার ক্যাম্পাসের রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক মাহবুব হোসেন। মুক্তিযোদ্ধা পারিচয়ে বিশ্ববিদ্যালয়ের চাকরি করেন তিনি। সম্প্রতি তার মুক্তিযোদ্ধার সনদ ভুয়া বলে অভিযোগ ওঠে। সনদের সত্যতা যাচাইয়ে মুক্তিযোদ্ধ মন্ত্রণালয়ে লিখিতভাবে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। অভিযুক্ত মাহবুব হোসেন কোন মুক্তিযোদ্ধা নন বলে চিঠির জবাব দেয় মন্ত্রণালয়।

এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ রশিদুজ্জামানকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটিকে যথা শিগগির সম্ভব তদন্ত প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘সনদের বিষয়ে অসঙ্গতির অভিযোগ পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১৩জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :