বন্যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই: পানিসম্পদ উপ-মন্ত্রী

প্রকাশ | ১৩ জুলাই ২০১৯, ২১:৫৬

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

পানিসম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বন্যা ও নদী ভাঙনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের আগাম প্রস্তুতি রয়েছে। এজন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। ’

শনিবার বিকালে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলার দুটি প্রাইমেরি স্কুল এবং ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

উপ-মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার এবং আওয়ামী লীগ এক হয়ে বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের পাশে রয়েছে। নদী ভাঙনরোধে সারাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহিৃত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙনরোধে আমরা আগাম ব্যবস্থার জন্য জিও ব্যাগ প্রস্তুত করেছিলাম। সেগুলো এখন ভাঙনরোধে ব্যবহার করছি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা আছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা মন্দিরকে সর্বচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করার ব্যবস্থা করতে হবে।

এনামুল হক শামীম আরো বলেন, দেশের সাড়ে ৬০০ জায়গায় নদী ভাঙন রয়েছে। এর মধ্যে ৬৫টি স্পট ঝুঁকিপূর্ণ এবং ২৬টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ। সেগুলো শনাক্ত করে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। বর্ষার পর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, ঢাকা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল মতিন সরকার, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবে মাওলা মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক বাবুল মিয়া, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুস সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।  

ঢাকাটাইমস/১৩জুলাই/ইএস