যেকোনো মূল্যে তেল রপ্তানি করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ০৯:২০

যেকোনো মূল্যে তেল রপ্তানি করার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া জিব্রাল্টার প্রণালিতে ব্রিটেনের কাছে আটক হওয়া ইরানি তেল ট্যাংকার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এই ঘোষণা দিয়েছেন।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব কথা বলেন জারিফ। তিনি বলেন, ইরানি তেল ট্যাংকারটি যখন আন্তর্জাতিক আইন মেনে ভূমধ্যসাগরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সম্পূর্ণ বেআইনিভাবে এটিকে আটক করে ব্রিটিশ নৌবাহিনী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন কখনোই অন্য দেশের বিরুদ্ধে আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি। কাজেই মার্কিন নিষেধাজ্ঞার চাপের কারণে ইরানি তেল ট্যাংকার আটক করে রাখা ব্রিটিশ সরকারের উচিত হবে না।

টেলিফোনালাপে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হান্ট বলেন, তার দেশ চায় ইরানের তেল রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফিরে যাক। আইনি প্রক্রিয়া শেষে অবিলম্বে ইরানের তেল ট্যাংকারকে ছেড়ে দেয়া সম্ভব হবে বলে জেরেমি হান্ট আশা প্রকাশ করেন।

ব্রিটিশ নৌবাহিনী গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে একটি ইরানি তেল ট্যাংকার আটক করে। লন্ডন দাবি করেছে, সিরিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা মেনে ইরানি তেল ট্যাংকার আটক করা হয়েছে। কিন্তু স্পেন বলেছে, আমেরিকার অনুরোধে সাড়া দিয়ে এটি আটক করেছে ব্রিটিশ সরকার। জিব্রাল্টার প্রণালীর মালিকানা নিয়ে স্পেন ও ব্রিটেনের মধ্যে টানাপড়েন রয়েছে।

আমেরিকা দাবি করেছে, ইরানের তেল ট্যাংকার সিরিয়ার জন্য তেল বহন করে নিয়ে যাচ্ছিল। ব্রিটিশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল।

ঢাকা টাইমস/১৪জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :