যুক্তরাজ্যে ক্রীড়া মেলা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ১১:৪০

সাহিদুর রহমান সুহেল, বার্মিংহাম, যুক্তরাজ্য:

বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে কর্তৃক আয়োজিত চতুর্থ ক্রীড়া মেলা’উপলক্ষে কমিউনিটির সর্ববস্থরের নেতৃবৃন্ধ ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা সাব্বির হোসেনের সভাপত্বিতে এবং সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয় ৷সভায় ঐতিহাসিক স্মলহিথ পার্কে দেশের বাইরে এমন বৃহত্তম ক্রীড়া উৎসব আয়োজনর উদ্দ্যেগ গ্রহণ করায় আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সর্বাত্মক সহযোগিতা সহ আগামীতে এ ক্রীড়া মেলা অব্যাহত রাখার আহবান জানান |

মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা সহ ক্রীড়া মেলা নিয়ে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,জাহাঙ্গীর বখত,স্বপ্না বেগম,ফাহিমা রহিম,সৈয়দা পারভীন লাভলী, জাহেদ আহমেদ,শামীম আহমদ,আব্দুল রহিম প্রমুখ । কমিউনিটির পক্ষে বক্তব্য রাখেন আজির উদ্দিন,মোস্তফা কামাল বাবলু,মাহবুবুল আলম চৌধুরী মাখন,কামাল আহমেদ,নুরুল ইসলাম কিসলু,সৈয়দ এলাহী হক সেলু,বুলন চৌধুরী,কবির উদ্দিন,খালেদ ভূঁইয়া,মিজানুর রহমান প্রমুখ | সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ,বাংলা কাগজ ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,বাংলা মেইল প্রতিনিধি জিয়া তালুকদার,সাংবাদিক রাজু আহমেদ !

উল্লেখ্য যে,বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থবারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকান্ড সম্বলিত ‘ক্রীড়া মেলা” বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের অংশ অতীতের অবলুপ্তপ্রায় ও ক্রমশ বিলুপ্ত হাড়িভাঙ্গা, হাডুডু, মোরগের লড়াই, সুই-সুতা দৌড়, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, চেয়ার দৌড়, দড়ি ফাল, লুডু, দৌড়, কানামাছি,দাবা,ফুটবল সহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডের পুনঃপ্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণের উদ্দেশ্যে আয়োজিত হয় এ উৎসব ৷ যেকোনো বয়সের যেকেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ করতে পারবেন ৷

যুক্তরাজ্যে সবচেয়ে বৃহৎ এমন ক্রীড়া মেলা এ দেশে পর পর তিনবার সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য, ভরপুর নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের এমন আয়োজন ৷ দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিদের স্বপরিবারে উপস্থিতি ও অংশ গ্রহণের আহবান করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে |

গত তিনবারের ন্যায় এ মেলা সবার জন্য উন্মুক্ত। যেকোনো ধরণের তথ্য ও স্টল বুকিংয়ের জন্য যোগাযোগের 07985256395 নাম্বারে ফোন কিংবা টেক্সট করতে পারবেন ৷