টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
| আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৮:৪৬ | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ১৪:২৮

টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মফিদ আলম (৩৮) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বালিকা মাদ্রাসার পেছনে নাফ নদীর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মফিদ আলম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘শনিবার রাত সাড়ে আটটার দিকে নয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা কারবারি মফিদ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি তথ্য দেন ইয়াবার একটি বড় চালান নয়াপাড়া বালিকা মাদ্রাসার পেছনে নাফ নদীর পাশে মজুদ রয়েছে। পরে সেখানে ইয়াবা উদ্ধারে গেলে মফিদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।’

ওসি জানান, ‘বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি বন্দুক, ১০ রাউন্ড কাতুজ ও পাঁচ হাজার পিস ইয়াবাসহ মফিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় এএসআই ওহিদ, কনেস্টবল রুবেল ও মনির হোসেন নামে পুলিশের তিন সদস্য আহত হন বলে দাবি করেন ওসি প্রদীপ কুমার। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ঢাকাটাইমস/১৪ জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :