মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন সিধু

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ১৫:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মন্ত্রণালয় পছন্দ না হওয়ায় মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব প্রদেশের কংগ্রেস সরকারের মন্ত্রী নভজ্যোত সুং সিধু। কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। সেই চিঠির কপি তিনি টুইটারেও পোস্ট করেছেন। গত ১০ জুন ওই চিঠি দিয়েছেন তিনি।

গত মাসে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। সেসময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথাও বলেন। সিধু আগেই বলেছিলেন যে রাহুল গান্ধী যদি আমেঠিতে হেরে যান, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। লোকসভা ভোটের ভরাডুবির পর তাই সিধু এমন সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে।

তিনি তার ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছে পাঠিয় দেবেন বলেও টুইটবার্তায় জানিয়েছেন।

গত ৬ জুন পাঞ্জাবের মন্ত্রিসভা রদবদল হয়। সেখানে নভজ্যোত সিং সিধুর দফতর বদল হয়। পর্যটন, সংস্কৃতি মন্ত্রণালয়ের বদলে তাকে দেওয়া হয় বিদ্যুৎ মন্ত্রণালয়। এরপর নতুন দফতরে আর দায়িত্বভার গ্রহণ করেননি তিনি। এমনকি গত ৮ জুন মুখ্যমন্ত্রীর এক বিশেষ কমিটি থেকে সরে যান সিধু।

ঢাকা টাইমস/১৪জুলাই/একে