২৬ এসপির রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুলাই ২০১৯, ১৯:৩২

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর পুলিশের বিশেষ শাখার (এসবি) এসএস পুলিশ সুপার মিজানুর রহমানকে সুনামগঞ্জে, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদকে মৌলভীবাজারে, ডিএমপির ডিসি লিটন কুমার সাহাকে নাটোরে এবং ডিএমপির ডিসি আলিমুজ্জামানকে ফরিদপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ায়, আকবর আলী মুন্সীকে নেত্রকোনায়, এস এম মুরাদ আলিকে মেহেরপুরে, প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীতে, মাহবুব হাসানকে মাদারীপুরে, মেহেরপুরের এসপি মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা এসপি হিসেবে বদলি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার এসপি আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদপ্তরে, মৌলভীবাজারের এসপি মোহাম্মদ শাহজালালকে পুলিশ অধিদপ্তরে; ফরিদপুরের এসপি জাকির হোসেন খান, নেত্রকোনার এসপি জয়দেব চৌধুরী, সাতক্ষীরার এসপি সাজ্জাদুর রহমান, লক্ষ্মীপুরের এসপি আ স ম মাহতাব উদ্দিন, নরসিংদীর এসপি মিরাজ উদ্দিন আহমেদ এবং পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক আনিসুর রহমানকে ডিএমপির ডিসি করা হয়েছে।

সুনামগঞ্জের এসপি মো. বরকত উল্লাহ খানকে ঢাকা হাইওয়ে পুলিশের এসপি, নাটোরের এসপি সাইফুল্লাহ আল মামুনকে ঢাকা রেলওয়ে পুলিশের এসপি, মাদারীপুরের এসপি সুব্রত কুমার হওলাদারকে ডিআইজি রংপুর রেঞ্জের এসপি, এসবির বিশেষ পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী টাঙ্গাইলের ট্রেনিং পুলিশ সেন্টারের এসপি, এসবির বিশেষ পুলিশ সুপার ফরহাত আহমেদকে নোয়াখালী ট্রেনিং পুলিশ সেন্টারের এসপি, এসবির বিশেষ পুলিশ সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ অধিদপ্তরে, ডিএমপির ডিসি মাসুদ আহাম্মদকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :