রয়ের পর রুটের বিদায়

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ২১:২৩ | আপডেট: ১৪ জুলাই ২০১৯, ২১:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দুই ভয়ঙ্কর ব্যাটসম্যান জ্যাসন রয় ও জো রুটকে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলল নিউজিল্যান্ড। দলীয় ৫৯ রানে গ্র্যান্ডহোমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন জো রুট। ৩০ বলে তিনি করেছেন মাত্র ৭ রান। এর আগে দলীয় ২৮ রানে ম্যাট হেনরির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন ওপেনার জ্যাসন রয়। ২০ বলে ১৭ রান করেছেন রয়।

বিশ্বকাপে আজ ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ইংলিশদের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান।

লর্ডসে সকাল থেকে বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে ১৫ মিনিট দেরিতে শুরু হয় খেলা। বৃষ্টিভেজা উইকেটে ইংলিশ পেসারদের দাপুটে বোলিংয়ের সামনে রান করতে হিমশিম খেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। রবিবার লর্ডসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে ৮ রান ২৪১ সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। সুতরাং, শিরোপা জিতেতে হলে ইংল্যান্ডকে করতে হবে রান।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫৫ রান করেছেন ওপেনার হেনরি নিকোলস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেছেন টম লাথাম। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম প্লানকেট ৩টি, ক্রিস ওয়েকস ৩টি, জফরা আর্চার ১টি ও মার্ক উড ১টি করে উইকেট শিকার করেন।  

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসইউএল)