জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশ | ১৪ জুলাই ২০১৯, ২১:২৭

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

উজান থেকে ধেয়ে আসা পানিতে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রবিবার দুপুরে যমুনার পানি বিপৎসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

জামালপুর জেলায় ছয়টি উপজেলার ২৫টি ইউনিয়নের কমপক্ষে ৭৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়ায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে বিস্তৃর্ণ এলাকার পাট, গম, আখসহ বিভিন্ন ফসল। এসব এলাকার অনেক পরিবার বাড়ি-ঘর ছেড়ে হাস-মুরগি ও গবাদি পশু নিয়ে বিভিন্ন সড়ক এবং উচু বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে।

শনিবার রাতে পানির তোড়ে দেওয়ানগঞ্জ-কুলকান্দির পরিত্যক্ত রেল লাইনের গুজিমারী এলাকায় প্রায় ৫০ ফুট লাইন ভেঙে গেছে। এসময় দুটি ঘর ভেসে যায়।

ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের পূর্ববামনা ও উলিয়ায় প্রায় ১০০ মিটার সড়ক বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ ও রেলওয়ে স্টেশনে পানি ঢুকতে শুরু করেছে। মেলান্দহ-মাহমুদপুর সড়কের ডাইভারশন পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যমুনা ও বহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতি ঘণ্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, আরও দুই দিন পানি বাড়ার আশঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে।

জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, জেলার ২১টি ইউনিয়ন বন্যাকবলিত হওয়ায় সাড়ে ১৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বন্যাকবলিত এলাকার বাইরে স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)